價格:免費
更新日期:2019-06-02
檔案大小:4.1M
目前版本:2.0
版本需求:Android 4.1 以上版本
官方網站:mailto:banglatechzone786@gmail.com
Email:https://sites.google.com/view/bapps-navograho
নবগ্রহ হল হিন্দু জ্যোতিষশাস্ত্রের কিছু পরিচিত প্রতীক ৷ এই নয়টি প্রতীক যা , সৌরজগতের গ্রহসমূহের সাথে তুলনীয় ৷ যেমন :সূর্যদেব(সূর্য), চন্দ্রদেব(চন্দ্র), মঙ্গলদেব(মঙ্গল), বুধদেব(বুধ), বৃহস্পতি(বৃহস্পতি গ্রহ), শুক্র(শুক্র গ্রহ), এবং শনিদেব(শনি), রাহু ও কেতু ৷
এই নবগ্রহ প্রত্যেককে সনাতনধর্মীদের কাছে খুব গুরুত্বপূর্ণ দেবতা হিসাবে পরিচিত । আমাদের জীবনের শান্তি সুখ এদের দ্বারা প্রভাবিত । এরা প্রসন্ন হলে আমাদের জীবনে সুখ শান্তি নেমে আসে । তাই আমাদের জীবনে অশুভ শক্তিকে দূরে রাখতে শান্তি সুখ নিয়ে আসতে এদের প্রসন্ন করতে হবে । নতুবা কিছু না কিছু বিপদ ঝামেলায় জড়িয়ে থাকবে জীবন ।
বিষ্ণুধর্মোত্তরে উল্লেখিত-
গোচরে বা বিলগ্নে বা সে গ্রহারিষ্টসূচকাঃ।
পূজয়ে তান্ প্রযন্তেন পূজিতাঃ স্যুঃ শুভপ্রদাঃ।।
অর্থাৎ ,গোচরে বা জন্মকুণ্ডলীতে যে গ্রহ অনিষ্টকারক, তার শান্তি করিয়ে প্রসন্নতা লাভ করানো প্রয়োজন। প্রসন্ন হয়ে সেই গ্রহ শুভ ফল প্রদান করেন।
নবগ্রহ স্তব ও গায়ত্রী মন্ত্র জপের দ্বারা গ্রহগণের শান্তি অতি শীঘ্রই হয়ে থাকে অর্থাৎ নবগ্রহের শান্তি মানে আমাদের শান্তি ।